সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবি ছাত্রদল নেতার উদ্যোগে ‘জ্ঞানতরী’ উন্মুক্ত পাঠাগার স্থাপন

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন ইসলাম
expand
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন ইসলাম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন ইসলামের উদ্যোগে ‘জ্ঞানতরী’ নামে একটি উন্মুক্ত একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত আধুনিক ফুডকোর্টে এটি স্থাপন করা হয়। এ বিষয়ে মো. মুস্তাকিন ইসলাম বলেন, সাহিত্য আমাদের চিন্তা, সংস্কৃতি ও মানবতার মূল ভিত্তি। আমি চাই আমাদের প্রতিষ্ঠান বা সংগঠনের সাহিত্যচর্চা আরও প্রাণবন্ত হোক। লেখালেখি, পাঠচক্র, সাহিত্য প্রতিযোগিতা এসবের মাধ্যমে তরুণ প্রজন্মের ভাবনা ও কণ্ঠ প্রকাশের সুযোগ তৈরি করতে চাই।

তিনি আরও বলেন, শাবিপ্রবির জ্ঞান পিপাসুদের জন্য ‘জ্ঞানতরী পাঠাগার’ আমার ছোট্ট প্রয়াস। শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরও সুপ্রশস্থ হয় সে লক্ষ্যেই আমার এই এই উদ্যোগ।

মুস্তাকিন বলেন,'ক্যাম্পাসের একই জায়গায় দুইটি আধুনিক ফুডকোর্ট, এছাড়া আশেপাশে বেশ কয়েকটি টং দোকান রয়েছে। শিক্ষার্থীরা অবসর সময়ে এখানে বসে আড্ডা দেয়। সেই চিন্তা থেকেই লাইব্রেরিটি এখানে স্থাপন করেছি। এখানে বসেই বই পড়তে হবে। বাসায় নেওয়ার সুযোগ নেই। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যে কেউ চাইলে বই পড়ার পাশাপাশি জ্ঞানতরী লাইব্রেরিতে বই ডোনেটও করতে পারবেন। তবে এর ব্যবস্থাপনার দায়িত্বও তাদেরই।

এসময় শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: সোহাগ, যুগ্ন সাধারন সম্পাদক মো: জুলফিকার রহমান, ফাহাদ খান, মো: মোস্তাকিন ইসলাম, মারুফ বিল্লাহ, আফফান, সহ-সাধারন সম্পাদক: কামরুল হাসান, প্রচার সম্পাদক: মকবুল হোসেন, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন