

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল ও সাবহলে ‘ওয়েট মাপার মেশিন’ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ফাতিমা তুজ জাহরা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, আয়েশা সিদ্দিকা হল ও সাবহলে (আমীর কমপ্লেক্স, সামাদ কমপ্লেক্স) ২টি করে ওয়েট মাপার মেশিন বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজ আমরা ছাত্রীসংস্থার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ওজন মাপার মেশিন বিতরণ করেছি। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে, নিয়মিত নিজের ওজন ও শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ করে সুস্থ জীবনযাপন করে। আমাদের বিশ্বাস সুস্থ দেহেই গড়ে ওঠে সৎ, জ্ঞানী ও নৈতিক শিক্ষার্থী সমাজ।’
মন্তব্য করুন