রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ভুয়া ছাত্র ধরতে গিয়ে ধরা পড়ল আরেক ভুয়া শিক্ষার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
সিনান ইবনে নিবিড়
expand
সিনান ইবনে নিবিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে চলাফেরা করছিলেন সিনান ইবনে নিবিড় নামে এক তরুণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে তিনি নানা পোস্ট দিতেন এবং বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে টিউশন করানোর কথাও জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) শহীদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থী তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূরে আলম সিদ্দিকী জানান, ওই যুবক নিজেকে রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পরিচয় দিতেন এবং শহীদুল্লাহ হলে নিয়মিত যাতায়াত করতেন। বিভাগের শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চাইলে তিনি তাদের সামাজিক মাধ্যমে ব্লক করে দেন।

প্রক্টর বলেন, “আজ সে হলে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে আমাদের জানায়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি ধরা পড়ে।

পরে তার অভিভাবকের কাছে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে তারা আসেননি। কোনো মামলা করা হয়নি, তবে বিষয়টি থানায় হস্তান্তর করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন