

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোছা. সাইমা হোসেনের সুইমিংপুলে মৃত্যুর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১২টা থেকে প্রশাসন ভবনের সামনে প্রতিবেদন প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন কমিটির প্রধান অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
তিনি জানান, “সাইমা নিয়মিতভাবে সাইকেল রেখে ব্যায়াম করছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাঁতার শুরু করার কিছুক্ষণ পরই সে ডুবে যায়। উপস্থিত কেউ বিষয়টি টের পায়নি, সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। প্রায় ২১ মিনিট পর তার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তখন ধারণা করা হয় সে পানির নিচে আছে।”
অধ্যাপক ফরিদ আরও বলেন, “তখন তার হাউস টিচার রুনা লায়লা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে সায়মাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেননি। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হয়।”
এর আগে প্রতিবেদন প্রকাশের দাবিতে সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কয়েক দফা আন্দোলন করেন। আজও সকাল থেকে তাদের আন্দোলন অব্যাহত ছিল।
মন্তব্য করুন