শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমরণ অনশনে শিক্ষকরা, ভরসা প্রধান উপদেষ্টার উপর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
expand
আমরণ অনশনে শিক্ষকরা, ভরসা প্রধান উপদেষ্টার উপর

সরকার নির্ধারিত নতুন বাড়ি ভাড়া ভাতার পরিমাণকে অগ্রহণযোগ্য মনে করে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশনে বসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

একইসঙ্গে পূর্বঘোষিত কর্মবিরতি আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

গতকাল রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ, অথবা ন্যূনতম ২ হাজার টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে শিক্ষকরা এ সিদ্ধান্ত মানতে নারাজ। তারা বলছেন, এটি তাদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বাস্তবতার প্রতিফলন নয়।

৩০ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ৫ অক্টোবর এটি প্রকাশিত হলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা। পরে শিক্ষা মন্ত্রণালয় ২-৩ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে।

রোববার বিকেলে ঢাকায় একটি 'ভুখা মিছিল' করার চেষ্টা করেন শিক্ষকরা, কিন্তু হাইকোর্ট মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। এরপর তারা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

শহীদ মিনারে সন্ধ্যায় আয়োজিত সমাবেশে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, সোমবার সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু হবে।

এখন আমাদের দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ছাড়া উপায় নেই। তার উপড় এখন আমাদের ভরসা।

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরারের ওপর আমরা আর আস্থা রাখতে পারছি না। বারবার আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত কোনো সমাধান দেননি।

১. বাড়ি ভাড়া ভাতা: মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণ 2. চিকিৎসা ভাতা: ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকায় উন্নীত করা 3. উৎসব ভাতা: ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা 4. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা

গত ১২ অক্টোবর থেকে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তারা এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে মাঠে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন