বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগের সংঘর্ষ, আহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল ম্যাচকে ঘিরে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায়। প্রায় দুই সপ্তাহ আগে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

সেই পুরোনো বিরোধ থেকেই নতুন করে সংঘর্ষের সূচনা ঘটে বলে জানা গেছে।

সন্ধ্যার দিকে ক্যাম্পাসের পাশে চকবাজার এলাকায় দুই বিভাগের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। পরে পদার্থবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অপু বলেন, “আমি বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমার কলার ধরে মারধর শুরু করে। তাদের মধ্যে একজন সেই ফুটবল খেলায় অংশ নিয়েছিল। পালাতে গিয়ে পড়ে গিয়ে হাত কেটে যায়।”

সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, প্রক্টর ড. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে উভয় পক্ষই কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় পরিসংখ্যান, মার্কেটিং ও পদার্থবিজ্ঞান বিভাগের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে প্রান্ত ও ইউসুফ নামে দুইজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন