

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবিরের আয়োজন করা পবিত্র সিরাতুন্নবী পাঠ প্রতিযোগিতায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন তৃতীয় বর্ষের খ্রিস্টান শিক্ষার্থী পাভেল রোজারিও (৮১ ব্যাচ)।
গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। ফলাফল প্রকাশ করা হয় ৩ অক্টোবর।
পাভেল রোজারিও নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “ছোটবেলা থেকেই আমি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম নিয়ে আগ্রহী ছিলাম। সবগুলোই আব্রাহামিক ধর্ম হওয়ায় এগুলো জানতে কৌতূহল ছিল।
আমার অধিকাংশ বন্ধু মুসলিম হওয়ায় ইসলাম সম্পর্কে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছিল। নবীর জীবন নিয়ে পড়াশোনা করেছি এবং প্রতিযোগিতার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দ্বিতীয় হওয়ায় সত্যিই আনন্দিত।”
শেকৃবি ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী নাঈম বলেন, “আমাদের সব কার্যক্রম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। রাসূলুল্লাহ (সা.) কেবল মুসলমানদের জন্য নয়, তিনি সমগ্র মানবজাতির জন্য আদর্শ।
তাই আমরা সবাইকে সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করি। খ্রিস্টান শিক্ষার্থী পাভেল রোজারিওর সাফল্য আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে তিনি কুরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতায়ও পুরস্কার পেয়েছেন।
এ ধরনের আয়োজনের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীরা নবী করিম (সা.)-কে মানবতার নায়ক হিসেবে নতুনভাবে জানতে পারবে।”
পাভেল রোজারিও। ছবি: সংগৃহীত
মন্তব্য করুন
