শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির প্রশ্ন কাঠামোয় পরিবর্তন আনলো এনসিটিবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম
expand
এসএসসির প্রশ্ন কাঠামোয় পরিবর্তন আনলো এনসিটিবি

২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার তিনটি বিষয়ে— বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং— প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিটিবির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এই তিন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

এই বিষয়ে রচনামূলক অংশের অনুবাদ প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। পূর্বে অনুবাদের জন্য যে ১০ নম্বর নির্ধারিত ছিল, তা এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে বহুনির্বাচনি অংশে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত হবে, ফলে এখন বহুনির্বাচনি প্রশ্নের মোট নম্বর দাঁড়াবে ২৫।

এই বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি— মোট ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি প্রশ্নসহ মোট ১০টির উত্তর দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন্ন দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষাতেও নতুন প্রশ্ন কাঠামো অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা পরিবর্তনের সঙ্গে আগেই পরিচিত হতে পারে।

নির্দেশনায় বিষয়টি “অত্যন্ত গুরুত্বপূর্ণ” উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X