শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৪৭তম বিসিএস প্রিলি: যেসব নিয়ম মানতে হবে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
expand
আজ ৪৭তম বিসিএস প্রিলি: যেসব নিয়ম মানতে হবে

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সারা দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। এ বছর প্রিলি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার প্রার্থী।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ শহরে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষার কক্ষ ও রোল নম্বর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র ছাড়া হলে ঢোকা যাবে না। প্রবেশপত্র হারালে পিএসসির ওয়েবসাইট থেকে পুনঃমুদ্রণ করা যাবে।

হলে প্রবেশের সময় পরিচয় যাচাই করা হবে; কোনো গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোট প্রশ্ন: ২০০টি (এমসিকিউ)। সঠিক উত্তরে: ১ নম্বর। ভুল উত্তরে: ০.৫ নম্বর কাটা যাবে। সময়: ২ ঘণ্টা। পরীক্ষা চলাকালে হল থেকে বের হওয়া যাবে না।

পরীক্ষা কেন্দ্রে বই, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, ব্যাগ, অলংকার বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। হলে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। নিষিদ্ধ সামগ্রী বহন করলে বা নকলের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক পাবেন এবং প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

যেসব প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন, তাদের জন্য আলাদা প্রশ্নপত্র ও আসন বিন্যাস করা হয়েছে। পরীক্ষার দিন ভাষা পরিবর্তনের সুযোগ নেই।

পিএসসি ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবার মোট পদ সংখ্যা ৩ হাজার ৬৮৮—যার মধ্যে ক্যাডার পদ ৩,৪৮৭ এবং নন-ক্যাডার পদ ২০১। আবেদন প্রক্রিয়া চলে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১ নভেম্বর ২০২৪ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X