

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় আইন প্রতিযোগিতা `ভার্ডিক্ট ভিস্তা: দ্য ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ১.০'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (NEUB) ক্যাম্পাসে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এনইইউবি ল’ অ্যান্ড মুট কোর্ট ক্লাবের উদ্যোগে এবং আইন ও বিচার বিভাগের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা সিলেট অঞ্চলের আইন শিক্ষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও আয়োজনের আহ্বায়ক মো. মাহামুদুন নবী রুপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ এবং সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যারিস্টার চৌধুরী হাশমী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক নূর ই আলম ও বিডি ওপিনিয়ন জুরিসের প্রতিষ্ঠাতা তারেক আবেদিন সিরাজী। তাঁরা সবাই এ আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার্থীদের আইনি দক্ষতা বৃদ্ধি এবং গবেষণামুখী মানসিকতা গঠনে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়া বিভাগীয় শিক্ষকবৃন্দও উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের সভাপতি ফাহাদুজ্জামান ফাহাদ, সহ-সভাপতি ওমর খান ফজলে রাব্বি, মো. আতহার আলী এবং সাধারণ সম্পাদক সৈয়দা নাহিদা বেগমসহ ক্লাবের সদস্যরা।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব কুইজ, আইন প্রবন্ধ লিখন, বিতর্ক ও জাতীয় মুট কোর্ট উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন।
NEUBLMCC National Moot Court Competition 2025-এ চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির Verdict Vault দল এবং রানার-আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের Vindication Verse দল। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় NEUB আইন বিভাগের “মতপ্রকাশের মঞ্চ” দল এবং রানার-আপ হয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির `যুক্তি ছড়াই' দল।
বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাঁদের আইনি শিক্ষা আরও গভীর করেছে এবং আত্মবিশ্বাস বাড়িয়েছে।
আয়োজকরা জানান, আগামীতেও আরও বৃহৎ পরিসরে জাতীয় ল’ অলিম্পিয়াডের আয়োজন অব্যাহত থাকবে। সিলেটে আইনি শিক্ষার প্রসারে এটি একটি মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন