মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির হলে সিলিন্ডার বিস্ফোরণে আগুন 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
ফায়ার সার্ভিস
expand
ফায়ার সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশনে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, নিত্যকার মতো খাবারের দোকানে রান্নার কাজ চলছিলো। এ সময় গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় আগুনের সংস্পর্শ লাগায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আসাদুজ্জামান খান বলেন, “এখানে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রান্না চলছিলো। চুলার পাশ থেকে গ্যাসের সিলিন্ডার সরিয়ে রাখতে এই দোকান মালিককে আগে কয়েকবার বলা হলেও তিনি সেটা শোনেননি। ফলে আজকে এ দুর্ঘটনা ঘটেছে।”

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার এনামুল হক বলেন, ‘মূলত গ্যাস লিক হয়ে এখানে আগুন লেগেছে। লিক হওয়া সিলিন্ডার আগুনের সংস্পর্শে আসলে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমরা সবার আগে বিদ্যুৎ বন্ধ করে দিই। পরবর্তীতে ফায়ার সার্ভিসে ফোন করলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি জানান, এখানে দোকানের কিছু রান্নার সামগ্রী ছাড়া আর কোন কিছুর ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও কেউ হতাহত হয়নি। মূলত গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন