মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরমুখো শিক্ষার্থীদের সহায়তায় শিবিরের বাস: কমিশনের ‘না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
১৫টি বাস ছাড়লেও শিক্ষার্থীদের চাহিদা পূরণে এটি যথেষ্ট ছিল না
expand
১৫টি বাস ছাড়লেও শিক্ষার্থীদের চাহিদা পূরণে এটি যথেষ্ট ছিল না

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-ছাত্রী হল ভূমিকম্পের কারণে সোমবার (২৪ নভেম্বর) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে দেশের সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে সকাল সাড়ে ৮টায় ১৫টি বাস ছাড়লেও শিক্ষার্থীদের চাহিদা পূরণে এটি যথেষ্ট ছিল না।

অনেক শিক্ষার্থী আসনের অভাবে বাসে উঠতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অতিরিক্ত বাস চালুর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেও অনুমোদন মেলেনি।

শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম জানান, “আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য বাস ম্যানেজ করেছি।

কিন্তু কমিশনের অনুমতি না পাওয়ায় সেবাটি দেওয়া সম্ভব হয়নি। আমরা শিক্ষার্থীদের মতামত নিচ্ছি, পরবর্তী পদক্ষেপ তা নির্ধারণ করবে।”

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি রাজনৈতিক সংগঠন নির্বাচনে প্যানেল দেয়ার পর এমন উদ্যোগ নেওয়ার অনুমতি আমরা দিতে পারি না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন