

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের স্মরণকালের ভয়াল ভূমিকম্পের পরে শনিবার সন্ধ্যায় ফের ভূমিকম্প অনূভুত হয়েছে। এঘটনায় ৬ শিক্ষার্থী আহতে হয়েছেন। এর জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেবাবারের (২৩ নভেম্বর) সব ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে সব আবাসিক ভবনের বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সেই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।
তিনি বলেন, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষগুলোকে অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে সেখানকার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবন ও কক্ষগুলো দ্রুত সংস্কার করতে হবে। ফরহাদ আরও বলেন, পর পর দুদিন ভূমিকম্প পরবর্তী শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। হাজার হাজার শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে না। প্রশাসন যদি শিক্ষার্থীদের কথা ভেবে জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে ডাকসু শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে বাধ্য করবে।
শনিবার সন্ধ্যায় অনূভুত ভূমিকম্পের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.৩।
শনিবার এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে শামসুন নাহার হলের তিনজন, কুয়েত মৈত্রী হলের একজন, বেগম রোকেয়া হলের একজন এবং মাস্টারদা সূর্য সেন হলের একজন শিক্ষার্থী রয়েছেন।
আহতদের একজন হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সামিয়া মাসুদ মম। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর হলের সামনে হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হলের নিচে ছিলাম। এ জন্য বুঝতে পারিনি।
তিনি জানান, এ সময় দৌড়ে নামতে গিয়ে হলের একজন ছাত্রী সেন্সলেস হয়েছেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া বর্ধিত ভবনে একজন পা মোচড়ে গিয়ে আহত হয়েছেন।
এছাড়া, মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হলের পাঠকক্ষ থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন