রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আবার ভূমিকম্প, ঢাবির তিন ছাত্রী আহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে কম্পনটি টের পাওয়া যায়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে, তবে ভূমিকম্পের তীব্রতা ও কেন্দ্রস্থল সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে তিন ছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এ তথ্য জানিয়েছেন। তবে আহতদের পরিচয় ও অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মিনহাজ লিখেছেন, ‘কিছুক্ষণ আগে হওয়া ভূমিকম্পে শামসুন নাহার হলে তিনজন আহত হয়েছেন। অন্যদের অবস্থাও খোঁজ নেওয়া হচ্ছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন