

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে ‘বিজয় ২৪’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফান উদ্দিন এর উদ্যোগে ‘শহিদ জিয়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে এ টুর্নামেন্টের ফাইনার ম্যাচ উদ্বোধন করেন শাবিপ্রবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
এ সময় হলের প্রভোস্ট ড. মো. সেলিম, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান, মো. মুস্তাকিন ইসলামসহ শাবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সহশিক্ষাক্রমিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাকে সার্বিকভাবে উৎসাহ প্রদান করেন। বিজয় ২৪ প্ল্যাটফর্ম ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও খেলাধুলার বিকাশে আরও উদ্যোগী ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: সোহাগ বলেন, ‘আজকের এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয় এটা আমাদের ক্যাম্পাসের সকলের মধ্যে সম্প্রীতি, সংহতি এবং ইতিবাচক শক্তির এক উজ্জ্বল প্রতীক। শিক্ষার্থীরা এখানে যেভাবে একসঙ্গে খেলেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং পরস্পরকে উৎসাহ দিয়েছে তা আমাদের বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের ঐক্য ও প্রাণশক্তিকে আরও স্পষ্ট করে তুলে ধরে। আমরা বিশ্বাস করি, এমন আয়োজন শিক্ষার্থীদের বন্ধনকে শক্তিশালী করার পাশাপাশি তাদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত মানসিকতাকে আরও বিকশিত করবে।’’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের অন্যতম ক্ষেত্র, আর শাবিপ্রবি ছাত্রদল সর্বদা এমন উদ্যোগে পাশে থাকবে।আমরা চাই ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতি, মুক্ত মত প্রকাশ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হোক। আজকের আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ। খেলোয়াড়দের আমি অভিনন্দন জানাই তোমাদের প্রচেষ্টা এবং উচ্ছ্বাসই আমাদের অনুপ্রেরণা। শাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে উন্নয়ন, অধিকার ও স্বপ্নের প্রতিটি লড়াইয়ে।’
মন্তব্য করুন