শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুতে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার শিবিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
নুরুল ইসলাম সাদ্দাম
expand
নুরুল ইসলাম সাদ্দাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের পর প্যানেলকে বলেছি, প্রতিশ্রুত কাজ ৫ মাসে শেষ করতে হবে। পরের ৭ মাস শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কিছু করতে হবে।

সাদ্দাম বলেন, শিবির কাউকে জোর করে সদস্য বানায় না। বরং তারা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে। যার ভালো লাগবে, সে আসবে। এখানে এলে একাডেমিক দক্ষতা, চরিত্র গঠন ও নেটওয়ার্কিং-এর সুযোগ পাওয়া যায়।

তার মতে, যদি কারো কাছে শিবিরের চেয়ে ভালো বিকল্প থাকে, তবে সেখানে যেতে পারে। শিবির কারো ওপর চাপিয়ে দেওয়া সংগঠন নয়। বরং এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীজীবনের সঠিক ব্যবহার শিখতে হলে ইসলামী জীবনবোধ আঁকড়ে ধরা জরুরি। শিবির সেই সৌন্দর্যের দিকেই শিক্ষার্থীদের আহ্বান জানায়।

অনুষ্ঠানে প্রায় ৬০০ নবীন শিক্ষার্থীকে কোরআন শরিফ, কলম, ফুল, বইসহ উপহার দেওয়া হয়। সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে—যেমন ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও গবেষণা কর্মশালা। ভর্তি সহায়তায় দেওয়া হয়েছে প্রায় এক লাখ টাকা।

শাখা সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত বলেন, ছাত্ররাজনীতির নামে অপসংস্কৃতি ও লেজুড়বৃত্তি ভাঙতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ক্যাম্পাস হবে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের জায়গা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন