

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থানে এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা মৃতদেহটি দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
মৃত শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এমপিএস (MPS) বিভাগের ২য় সেমেস্টারের শিক্ষার্থী মুনতাসিম বলে জানা গেছে। পুসাবের অনুসন্ধানে জানা যায়, তিনি দুপুর ৩টা ১০ মিনিটের ক্লাসে উপস্থিত ছিলেন, পরে কোনো কারণে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই তার মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হলেও—যে তিনি ছাদ থেকে পড়ে থাকতে পারেন—মৃতদেহে তেমন কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
মন্তব্য করুন