শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে কাদের জয় হয়েছে, জানালেন সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
expand
ডাকসু নির্বাচনে কাদের জয় হয়েছে, জানালেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্মের এবং শহীদদের আকাঙ্ক্ষার।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় তিনি বলেন, “আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ আমাদের প্রশ্ন করা এবং আমাদের দায়িত্ব দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।”

সাদিক কায়েম আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর যেকোনো সমস্যা সামনে এলে তা সমাধানে তারা প্রস্তুত। নির্বাচনের পর থেকে তারা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন।

তিনি বলেন, এখানে আসলে কারো ব্যক্তিগত জয় বা পরাজয় নেই; বিজয় হয়েছে জুলাই প্রজন্মের, বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা।

তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিরা ইতোমধ্যেই সাবেক নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং শিগগিরই শিক্ষার্থীদের কাছ থেকেও মতামত সংগ্রহ শুরু করবেন। মাসভিত্তিক কর্মপরিকল্পনাও শিগগিরই প্রকাশ করা হবে।

ডাকসুর নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, “আজ আমাদের প্রথম ওয়ার্কিং ডে। প্রথম দিনেই গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরিচিতি সভা ও কার্যক্রম শুরু করেছি। আমরা যে-যে মতেরই হই না কেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার ভয়েস তুলতে চাই।”

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে সপ্তাহ ও মাসভিত্তিক এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করা হবে।

এসময় সিদ্ধান্ত হয়, নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয় সিনেটে পাঠানো হবে। তাদের মধ্যে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

ফরহাদ জানান, সিনেটে পাঠানো পাঁচজনের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় অগ্রাধিকারের বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন