বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির হলে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
খসে পরা পলেস্তারা
expand
খসে পরা পলেস্তারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) রাতে হলের ৩২৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম এমদাদুল হক দূর্জয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, “আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আমার বিছানার পাশের জানালার দেয়াল থেকে বিরাট এক পলেস্তারা খসে পড়ে। এতে আমার চোখে বালু ঢুকে যায়। এছাড়াও, সামান্য আহত হই। পরবর্তীতে, প্রাথমিক চিকিৎসা নিই।”

তিনি জানান, “আমি ভয়ে ও আতঙ্কে সারারাত ঘুমাতে পারিনি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো এমন ঝুকিপূর্ণ স্থাপনা পরিহার করতে।”

এ বিষয়ে কবি জসিমউদদীন হল সংসদের জিএস মাসুম আব্দুল্লাহ বলেন, “এই শিক্ষার্থী গুরুতর আহত হওয়া থেকে এই যাত্রায় রেহাই পেলেও এটা আমাদের দেখিয়ে দেয় আমরা কতটা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। কিন্তু এমন করুণ অবস্থার পরও বিশ্ববিদ্যালয় থেকে নেই কোন বরাদ্দ। এমনকি নতুন কোন ভবন নির্মাণেরও কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। ”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহিন খান বলেন, বিষয়টি জানার পরপরই আমাদের হাউজ টিউটর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন