

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি মো. আবু সাদিক কায়েম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সব প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জাকসুর ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই আলোকে আমরা আশাবাদী, নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ন্যায়ের পথে অটল থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় কাজ করবেন, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করবেন এবং নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা রাখবেন।”
বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য অভিন্ন—জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
মন্তব্য করুন
