মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জকসুতে ভিপি পদে লড়ছেন সনাতনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস
expand
সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-তে স্বতন্ত্রভাবে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন সংগ্রহ করেছেন জবি সনাতনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিনে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহ শেষে চন্দন কুমার দাস বলেন, আমি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছি। আমার এজেন্ডা হলো শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করবো। ইতোমধ্যে লক্ষণীয় যে ক্যাম্পাসে বিভিন্ন দলভিত্তিক যে প্যানেলগুলো হয়েছে, সেখানে মাইনরিটিদের বিভিন্নভাবে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছে। তাদেরকে নিচের পদগুলো অফার করা হয়েছে তারা ভিপি, জিএস, এজিএস পদে যোগ্যতম হওয়া সত্ত্বেও। এজন্য আমি আমার মাইনরিটি স্বকীয়তা রক্ষায় মাঠে নেমেছি এবং শেষ পর্যন্ত লড়ে যাবো।

তিনি আরও বলেন, যারা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন, তাদের সাথে সমন্বয় করে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণার পরিকল্পনা আছে। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা চলমান রয়েছে- বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহকারী একাধিক প্রার্থীর সাথে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন