শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে মুখে লাল কাপড় বেঁধে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে রাবির শিক্ষার্থীরা
expand
মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে রাবির শিক্ষার্থীরা

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার লিখিত অংশ দুই মাসের মধ্যে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ও পরীক্ষা পেছানোর দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার বলেন, কয়েকদিন আগে পিএসসি কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার শিকার হন আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা।

পাশাপাশি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ‘অযৌক্তিক সময়সূচি’রও প্রতিবাদ জানান তিনি।

ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম বলেন, আমাদের ন্যূনতম ছয় মাস সময় দিতে হবে এ সময়ে আমরা লিখিত প্রস্তুতি নিতে পারব এবং পুরাতন পরীক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষায় অংশ নিতে পারব। গত ৯ নভেম্বর ঢাকার অনুষ্ঠানে যারা অতর্কিত হামলা চালিয়েছে, তাদেরও বিচার করতে হবে।

এসময় ৪৭তম বিসিএস লিখিত পরিক্ষায় উত্তীর্ণ রাবির বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X