শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে মুজিব হলে ছাত্রদল নেতার উদ্যোগে মানচিত্র বিতরণ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
ঢাবিতে মুজিব হলে ছাত্রদল নেতার উদ্যোগে বাংলাদেশের মানচিত্র বিতরণ
expand
ঢাবিতে মুজিব হলে ছাত্রদল নেতার উদ্যোগে বাংলাদেশের মানচিত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের মধ্যে দেশচেতনা ও ভৌগোলিক পরিচিতি বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুর রহমান তাহসিন।

শুক্রবার (১৪ নভেম্বর) তার ব্যক্তিগত উদ্যোগে হলের প্রতিটি কক্ষে বাংলাদেশে মানচিত্র বিতরণ করা হয়।

মানচিত্র সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুত ও প্রতিটি রুমে পৌঁছে দেওয়া সমগ্র কাজটির তত্ত্বাবধান করেন তাহসিন নিজেই। আজ সকাল থেকে তিনি বিভিন্ন ব্লকে গিয়ে প্রতিটি কক্ষের দরজায় কড়া নেড়ে শিক্ষার্থীদের হাতে মানচিত্র তুলে দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী উদ্যোগটিতে অংশ নিয়ে সহযোগিতা করেন।

তাহসিন বলেন, দেশের ভৌগোলিক পরিচিতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা তাঁর উদ্দেশ্য। তিনি জানান, “একজন শিক্ষার্থী যদি নিজের দেশের মানচিত্র চোখের সামনে রাখে, তাহলে দেশের প্রতি দায়িত্ববোধ আরও শক্ত হয়। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাটাই আমি ছড়িয়ে দিতে চাই।”

মুজিব হলের শিক্ষার্থীরা জানান, হলে এমন কার্যক্রম তাদের কাছে নতুন ও অনুপ্রেরণাদায়ী। মানচিত্র হাতে পাওয়ার মধ্য দিয়ে দেশের ভূগোল, প্রশাসনিক কাঠামো ও জাতীয় পরিচয় সম্পর্কে আগ্রহ আরও বাড়বে।

তাহসিন বলেন, “জাতীয় পরিচয়কে আরও দৃঢ় করতে হলে শিক্ষার্থীদের মননে দেশ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। মানচিত্র সেই সচেতনতার প্রথম ধাপ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন