বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জবি ভর্তি পরীক্ষায় থাকছে না নেগেটিভ মার্ক

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এইবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে এবং কোন নেগেটিভ মার্কিং থাকবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।

তিনি বলেন,এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখিত থাকবে না, এমসিকিউ পদ্ধতিতেই হবে। নেগেটিভ মার্ক ও থাকবে না।

তিনি আরও বলেন, A ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক থাকবে এবং জীববিজ্ঞান ও গণিত থাকবে ঐচ্ছিক থাকবে,যেকোন একটা উত্তর করা যাবে। B ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থাকবে ও C ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান -ম্যানেজমেন্ট এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে। D ইউনিটের জন্য থাকবে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান, গাণিতিক বুদ্ধিমত্তা। প্রতিটি ইউনিটের জন্য ৯৬ টা প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ০.৭৫ করে বরাদ্দ থাকবে।

তাছাড়া আরও বলেন,এক শিফটেই এই বার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেকেন্ড টাইমার থাকবে না।পরীক্ষা হবে ১ ঘন্টা। A ইউনিট ও B ইউনিটের ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।

উল্লেখ্য যে,বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

* ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

* এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)

* সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

* ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

* বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন