বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ
expand
মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ' আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব আমরা ' বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী।

এ সময়, আবু সাইদের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, ওয়াসিমের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, দিল্লিবাসীর পায়তারা করতে হবে দেশছাড়া,পুনর্বাসন করিস না পিঠের চামড়া থাকবে না, একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর ইত্যাদি স্লোগান দেন তারা।

মঙ্গলবার (১১নভেম্বর) মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবন, মলচত্বর ও ভিসি চত্বর হয়ে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় সূর্যসেন হলের ভিপি আজিজুল হক বলেন, জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে বিএনপির মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবেন।

ছাত্রজনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই এটা কি আপনার ব্যক্তিগত নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন।

তিনি আরও বলেন, সারা দেশকে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোষররা আবার দিল্লির পতিত যে ফ্যাসিস্ট তাদেরকে ফিরিয়ে আনার জন্য দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। জুলাই জনতা থাকতে খুনি আওয়ামী লীগের যাদের হাতে দুই হাজার শহীদের রক্তে রঞ্জিত সেই শহীদ ও আহত গাজীদের এবং বাংলাদেশের ১৬ বছর ধরে অব্যাহতভাবে ফ্যাসিবাদী গুম, খুন ও আয়নাঘর সৃষ্টি করে যেভাবে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল তার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

রিয়াজুল ইসলাম জুহা বলেন, ৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী বক্তব্য ও গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন জাতির জন্য লজ্জাজনক।

তিনি আহ্বান জানান, তারা যেন জুলাইয়ের পক্ষে থেকে নতুন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন