মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইশতেহারের থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন
expand
ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন

আমরা যে ৩৬টা ইশতেহার দিয়েছি ইতিমধ্যে আমরা অনেকগুলো নিয়ে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি তার থেকে পাঁচগুণ বেশি কাজ করব।

আমরা মূলত পলিসিগত জায়গা কাজ করছি যাতে করে কেউ ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিয়ে যেতে না পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ৪টায় ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল কমন রুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরীর সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান নিয়ে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এক বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, আমরা মসজিদ ও মেয়েদের কমন রুমগুলোতে কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, যেখানে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। ৫ আগস্টের পর আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি, সবকটিই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখব।

ফ্যাসিবাদের আমলে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর উদ্যোগ নিচ্ছি এবং সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভেঙে দেওয়ার পদক্ষেপ নেব।

খাবারের মান উন্নয়নে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমরা মূলত নীতিগত জায়গায় কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।

আমরা যে ইশতেহার দিয়েছি, তার থেকেও পাঁচগুণ বেশি কাজ করার অঙ্গীকার করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন