

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে শিক্ষার্থীদের রান্নার সুবিধার্থে গ্যাসের চুলা স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো: মুস্তাকিন ইসলাম ও হারুন অর রশিদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ বলেন, "ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। শাহপরান হলে গ্যাসের চুলা স্থাপন আমাদের সেই প্রতিশ্রুতিরই অংশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন ন্যূনতম সুবিধা ভোগ করতে পারে, সেটাই প্রকৃত ছাত্ররাজনীতির উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দৈনন্দিন কষ্ট লাঘব, তাদের মানসিক স্বস্তি ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা চাই, শাবিপ্রবির প্রতিটি হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ গড়ে উঠুক যেখানে রাজনীতি মানে হবে দায়িত্ববোধ, সেবা, এবং উন্নয়নের প্রতিশ্রুতি। রাজনীতি মানে শুধু আন্দোলন বা সংগ্রাম নয়। এটি সমাজ ও শিক্ষার্থীদের প্রতি এক গভীর দায়বদ্ধতা।”
মন্তব্য করুন