বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
expand
জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “Impact of Climate Change on Public Health and Community Resilience in Bangladesh” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৩নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইকবাল কবির ও হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ মাহমুদুল হাসান।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি সরাসরি জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। বায়ু ও পানিদূষণ, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে, পুষ্টিহীনতা ও মানসিক স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্য খাতে কার্যকর অভিযোজন কৌশল, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জলবায়ু পরিবর্তন এখন কেবল পরিবেশগত নয়, এটি মানবজীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু জ্ঞানচর্চার নয়, বরং সমাধানমুখী গবেষণার ক্ষেত্র হিসেবেও কাজ করতে হবে। গ্রিনহাউজ গ্যাসের উৎপাদন কমাতে হবে। মানুষের যতপ্রকার তার অর্ধেক রোগ হয় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণে কারণে । একারণে পরিবেশ দূষণ রোধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আরও গবেষণাকে উৎসাহিত করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন