

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নবনির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যখন নারীদের ওপরে একের পর এক বিভিন্ন শ্লাটশেমিং করা হয়, কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় সে যেই দলেরই হোক না কেন তার বিরুদ্ধে রাষ্ট্রকে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই, রাষ্ট্র ধীরে ধীরে শ্লাটশেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে।
শনিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের রক্ষায় ঢাল হিসেবে ভূমিকা পালনকারী ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামী ম্যামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী এনটিভির সাংবাদিক ও বিএনপিপন্থী এক্টিভিস্ট মুজতবা খন্দকারসহ দেশব্যাপী নারীদের নিয়ে অব্যাহত শ্লাটশেমিং ও করুচিপূর্ণ বক্তব্য দেওয়া সকল অপরাধীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করে।
এ সময় শিক্ষার্থীদেরকে,মা মায়ের অপমান সইবে না রে ঢাবিয়ান;মোনামি ম্যামের অপমান সইবে না রে ঢাবিয়ান;ধর্ষকদের গদিতে আগুন জ্বালাও একসাথে; মুজতবার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও;নিপীড়কের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
একই সাথে প্রতিবাদের সমাবেশ থেকে মোসাদ্দেক বলেন, নারীদের নিয়ে অব্যাহত শ্লাটশেমিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,আমরা দেখি কখনো যদি শ্লাটশেমারদেরকে ধরা হয় একটা গোষ্ঠি তাদেরকে পুরস্কৃত করে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
এবং অবিলম্বে শ্লাটশেমিং ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টকে মুজতবা খন্দকারকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এ সময় ঢাবির সূর্যসেন হলের ভিপি আজিজুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন,"আপনারা জনগণের সমর্থন নিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা নিয়ে ক্ষমতায় বসেছেন তারপরেও বিচারহীনতার সংস্কৃতি এখনো বিরাজমান এটা আপনাদের জন্য লজ্জার"।
এই প্রসঙ্গে ঢাবির হাজী মোহাম্মদ মহসিন হলের সাধারণ সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান বলেন,আমাদের সম্মানিত শিক্ষিকা মোনামী ম্যামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং শ্লাটশেমিং করার পরেও বিএনপি, ছাত্রদল কিংবা অন্য কারোর কোন ধরনের প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করছি না। নারী জাতির প্রতি এহেন অবমাননার পরেও যেন সবাই নিশ্চুপ বসে আছে।
মন্তব্য করুন