

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং দিকনির্দেশনা দিতে 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৫' আয়োজিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচ ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বর্ণাঢ্য 'নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামটি' অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচের উষ্ম অভ্যর্থনা জানাতেই শিবিরের এই আয়োজন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি, সাদিক কায়েম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক দিকনির্দেশনা, ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও, সাইমুম শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর হয়ে ছিলো পুরোটা সময়।
নবীন বরণ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনার জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫।
ক্যাম্পাসের প্রাণভোমরা হলো নবীন ব্যাচ, সেই নবীন ব্যাচদেরকে কেন্দ্র করে, তাদের ওপর জুলুম, নিপীড়ন করে বিগত সময়ে অন্যান্য দলের রাজনীতি আবর্তিত হত যা অত্যন্ত লজ্জাকর ও নিন্দনীয় বিষয়।
আমরা নিপীড়নের রাজনীতির এই সিলসিলা ভেঙে দিতে চাই, তাই ফুলেল শুভেচ্ছায় বরণের মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদেরকে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ক্যাম্পাসে প্রবেশ করেই যথাযথ গাইডলাইনের মাধ্যমে একটি উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার মাধ্যমে নীতি নৈতিকতাকে সমুন্নত রেখে তারা দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্যে ভূমিকা রাখবে।
এ বিষয়ে জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব জানান, "নবীন শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা আশা করি, এই অনুষ্ঠান তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে।
নবীন ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ক্যাম্পাসের শুরুতেই ছাত্রশিবিরের এমন বর্ন্যাঢ্য আয়োজনে আমাদের নবীণবরন আমাদেরকে যারপরনাই সম্মানিত করেছে।
এটা আমাদের জন্য ক্যাম্পাসের অন্যতম বড় পাওয়া হয়ে থাকবে। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচকবৃন্দ আলোচনা রেখেছিলেন উনাদের আলোচনা অনেক বেশি তথ্যবহুল ও উদ্দীপনামূলক ছিল। সাইমুমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত ছিলাম পুরোটা সময়। এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য শিবিরকে ধন্যবাদ।
মন্তব্য করুন