

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে নতুনভাবে গঠিত হওয়া “জাতীয় ছাত্রশক্তি' শিক্ষা, ঐক্য ও মুক্তির স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে
সংগঠনটি (৩১ অক্টোবর) শুক্রবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের এই আংশিক কমিটি ঘোষণা করে।
প্রথম প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসাবে জাহিদ আহসান,সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার এবং আবু তাহের মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল) এর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
একই দিনে প্রকাশিত দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আংশিক কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: তাহমিদ আল সুদর্শন চৌধুরী, সাধারণ সম্পাদক: আল আমিন সরকার ও সাংগঠনিক সম্পাদক: মো. সাইফুল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
মন্তব্য করুন