বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আধুনিক স্টেডিয়াম ও জিমনেসিয়ামের দাবিতে উপদেষ্টা বরাবর ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম
আধুনিক স্টেডিয়াম ও জিমনেসিয়ামের দাবিতে উপদেষ্টা বরাবর ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি 
expand
আধুনিক স্টেডিয়াম ও জিমনেসিয়ামের দাবিতে উপদেষ্টা বরাবর ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম নির্মাণ, সুইমিং পুল, জিমনেসিয়াম ও বাৎসরিক খেলায় পর্যাপ্ত বাজেট প্রদান-সহ চার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’ প্লাটফর্মের সংগঠক ও শিক্ষার্থীরা।

স্মারকলিপি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শিক্ষাঙ্গন হলেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া-সংস্কৃতি অবকাঠামো এখনও যথাযথভাবে গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পূর্ণাঙ্গ খেলার মাঠ ও সুইমিং পুল না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম ও সুইমিং পুল নির্মাণের বাজেট প্রদান, যেখানে ফুটবল, ক্রিকেট, সাতার ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আউটডোর খেলার উপযোগী ব্যবস্থা করা এবং খেলাধুলা ও জিমনেসিয়ামের জন্য আধুনিক ক্রীড়া সরঞ্জাম যেমন ট্রেডমিল, মাল্টি-জিম সেট, ডাম্বেল, বেঞ্চ প্রেস, যোগম্যাট ইত্যাদি সরবরাহে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানানো হয়।

আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের উদ্দোক্তা এস এম সুইট বলেন, ‘অবকাঠামোগত সীমাবদ্ধতা ও বাজেট ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান— শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।’

স্মারকলিপি গ্রহণ শেষে উপাচার্য বলেন, আমাদের খেলার মাঠকে স্টেডিয়ামে রুপান্তর এবং সুইমিংপুল নির্মাণের ব্যাপারে শিক্ষার্থীদের স্মারকলিপি মাননীয় ক্রীড়া উপদেষ্টা বরাবর পাঠানোর ব্যবস্থা করবো। জিমনেসিয়াম সরঞ্জাম উন্নয়নের জন্য ইতোমধ্যে আমি বলে দিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন