বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত হাসিবের ইচ্ছা পূরণে ১,৫০০ আইসক্রিম খাওয়ালেন ছাত্রদল নেতা

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম
expand
প্রয়াত হাসিবের ইচ্ছা পূরণে ১,৫০০ আইসক্রিম খাওয়ালেন ছাত্রদল নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম বিতরণ করা হয়।

গত ৩রা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা ছিল তাঁর। সেই ইচ্ছা পূরণে শাহরিয়ার এই উদ্যোগ নেন।

এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, "আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে আর সেই সুযোগ পায়নি। হাসিবের সেই অপূর্ণ ইচ্ছে পূরণের দায়িত্ব সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি নিয়েছি। আমি তার পক্ষ থেকে এক হাজার নয়, বরং ৫০০ বেশি মোট ১৫০০ জনকে আইসক্রিম দিয়েছি। হাসিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, হাসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তার ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।"

অন্যদিকে, এই উদ্যোগকে একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সদস্য সচিব সামসুল আরেফীন। তিনি বলেন, "হাসিবের মতো একজন মেধাবী ও সাহসী ছাত্রনেতাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরিয়ার যে ১৫০০ জনকে আইসক্রিম দিয়েছে, এটি হাসিবের প্রতি তার এবং পুরো ছাত্রদল পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ। হাসিবুর রহমান চিরদিন আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।"

প্রয়াত নেতার ইচ্ছা পূরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "হাসিবুর রহমান হাসিব ছিল ছাত্রদল পরিবারের একজন নিবেদিত প্রাণ। তার হঠাৎ মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় দিবসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আইসক্রিম খাওয়ানোর তার যে মহৎ ইচ্ছা ছিল, তা পূরণের জন্য শাহরিয়ার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে ছাত্রদল সবসময় হাসিবের স্মৃতিকে সমুন্নত রাখবে।"

উল্লেখ্য , হাসিবুর রহমান ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাঁকে বিবেচনা করা হচ্ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন