

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ‘ব্যাচেলর প্যারাডাইস’ এলাকার সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেলে যাওয়ার সময় থুথু নিক্ষেপ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।
পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের একটি ভাড়া বাসায় হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে, যদিও তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় এক হাজার শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা প্রতিপক্ষের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ড্যাফোডিলের শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। অপরদিকে, সিটি ইউনিভার্সিটির হামলাকারী দলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব সাংবাদিকদের জানান, খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে রাতের দিকে বিরোধ দেখা দেয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাটি মীমাংসার পথে ছিল, কিন্তু এক পর্যায়ে মারধরের ঘটনায় সংঘর্ষ শুরু হয়।
তিনি আরও বলেন, সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
