

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া ও হলের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে হল শাখা শিবির।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ২২ দফা দাবী সংবলিত স্মারকলিপিটি প্রভোস্টের কার্যালয়ে জমা দেয় তারা।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হলো, হলের নির্মাণাধীন বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করা, দ্রুত সময়ের মধ্যে মানসম্মত রিডিং রুমের ব্যবস্থা করা, গণরুম ও গেস্টরুম কালচার বিলুপ্ত করা, হল মসজিদে এসির ব্যবস্থা করা, ডাইনিং এ মানসম্মত খাবার ও রুচি সম্মত পরিবেশ নিশ্চিত করা,খাবারের মান উন্নয়নে প্রশাসন কর্তৃক পর্যাপ্ত ভর্তুকি নিশ্চিত করা,শিক্ষর্থীদের প্রয়োজন অনুসারে পর্যাপ্ত পানির ফিল্টার নিশ্চিত করা, নিরবিচ্ছিন্ন ও উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নিশ্চিত করা, সম্পূর্ণ মেধার ভিত্তিতে হলে সিট নিশ্চিত করা, হলের প্রত্যেক রুমে সিলিংফ্যানের ব্যবস্থা করা।
এছাড়াও, হলের গেস্টরুম সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা, টয়লেট ও বাথরুম নিয়মিত পরিচ্ছন্ন রাখা, প্রাথমিক চিকিৎসা সেবায় ফার্স্ট-এইড বক্সের ব্যবস্থা রাখা, হলে ক্যান্টিন ও সেলুনের ব্যবস্থা রাখা,একজন স্থায়ী নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া, ইনডোর খেলার রুমের ব্যবস্থা রাখা এবং খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা, হল প্রশাসনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের ব্যবস্থা করা, পরিবেশ বান্ধব ডাস্টবিন নিশ্চিত করা, হল মসজিদের পাঠাগার সমৃদ্ধ করা, হলের নির্দিষ্ট স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা, হলকে মাদকমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, হলের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানান তারা।
হল শাখা শিবিরের সভাপতি রায়হান নিজামী বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আমাদের হলের সার্বিক কার্যক্রমে প্রশাসনের উদাসীনতা দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে। ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীরা নানাবিধ সমস্যা ও ভোগান্তির মধ্যে দিনযাপন করছে। শিক্ষার্থীদের এই দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবিতে আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রশাসনের নিকট ২২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেছি। আমরা আশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবে। তবে আমরা শুধু দাবি জানিয়েই থেমে থাকব না—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনকে ইতিবাচক চাপের মধ্যে রাখব, ইন শা আল্লাহ।
এবিষয়ে জানতে চাইলে শহীদ আনাস হল প্রভোস্ট প্রফেসর ড. আবদুল কাদের বলেন, তারা স্মারকলিপি দিয়েছে, আমি হাতে পেয়েছি। স্মারকলিপিতে উল্লেখিত কিছু দাবি পূর্বেই বাস্তবায়ন করা হয়েছে এবং কয়েকটির কাজ চলমান। নির্ধারিত সময় না দিতে পারলেও আমরা আশাবাদী যে সকল দাবি পূর্ণ করা হবে।
মন্তব্য করুন