

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের পাশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে তিনটি গ্রুপে ভাগ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
কর্মসূচিতে তারা ক্যাম্পাসের ভিতরে পড়ে থাকা বিভিন্ন ধরনের কাগজ ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরের দিন তারা এসব কাজ শুরু করেন। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে 'ক্যাম্পাস ক্লিন কর্মসূচি' শুরু করেন।
শিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, "আমরা রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যখনই রাকসু সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আমাদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সেই প্রেক্ষিতে আজ এই ক্যাম্পাস ক্লিন মুভমেন্ট। আমরা চেষ্টা করছি কাল আমাদের ছাত্র ভাই বোনরা ক্যাম্পাসে এসে যেন অপরিচ্ছন্ন পরিবেশ দেখে কষ্ট না পান।"
এসময় বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
