শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

মির্জাপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
expand
এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের ২০২৫ সালের ৫৭তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা শতভাগই জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, এবছর ৫৭তম ব্যাচে মোট পরীক্ষার্থী ছিল ৪৬ জন। এর মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ৪ জন মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। এদের মধ্যে ২২ জন গোল্ডেন এ+ পেয়েছে।

‎উল্লেখ্য, মির্জাপুরের সবুজ ছায়া বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত মির্জাপুর ক্যাডেট কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের এক উজ্জ্বল বাতিঘর। ১৯৬৩ সালে প্রতিষ্ঠালঘ্ন থেকেই প্রতিষ্ঠানটি গৌরবময় সাফল্যের একের পর এক অধ্যায় রচনা করে আসছে। বৃটিশ পাবলিক স্কুল পদ্ধতির আদলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কালের পরিক্রমায় হয়ে উঠেছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

‎কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল পিএসসি বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষনিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও সহযোগিতা। এই কৃতিত্ব ভবিষ্যতেও মির্জাপুর ক্যাডেট কলেজের গৌরব ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন