শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ভোটের দিনই শুধু বন্ধ থাকবে ঢাবির ক্লাস ও পরীক্ষা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
জরুরি সংবাদ সম্মেলন
expand
জরুরি সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে আবারও বদলে গেল ছুটির সিদ্ধান্ত। এবার শুধুমাত্র ভোটগ্রহণের দিনই ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এর বাইরে অন্য দিনগুলোতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চলবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এই তথ্য জানান।

এর আগে, গত ৩০ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ ও আলোচনার পর ১ সেপ্টেম্বর আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি কমিয়ে তিন দিনে আনা হয়।

সর্বশেষ সিদ্ধান্তে আবারও পরিবর্তন এনে তিন দিনের পরিবর্তে শুধুমাত্র ভোটগ্রহণের দিন একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন