

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী সৈয়দা হাফসা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা-কর্মীদের দ্বারা জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সাধারণ নারীদের ওপর শারীরিক নির্যাতন, গালিগালাজ, নিকাব-বোরকা খুলে দেওয়ার চেষ্টা এবং বিবস্ত্র করার হুমকির মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনা মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
তিনি আরও জানান, ভোলা, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, কেরানীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে।
সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, দলীয় সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
