শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ 

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
ইবিতে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ 
expand
ইবিতে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে প্রক্টর হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম পুনঃনিয়োগ পেয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়। তারা উভয় গত এক বছর দায়িত্ব পালন করে আসছেন এবং পরবর্তী আরও এক বছর দায়িত্ব পালন করবেন।

পৃথক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় ১ অক্টোবর হতে তাঁকে দ্বিতীয় বার উপাচার্য পুনঃনিয়োগদান করেছেন।

অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের মেয়াদ গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর হতে তাঁকে দ্বিতীয় বার ছাত্র-উপদেষ্টা হিসেবে উপাচার্য পুন নিয়োগদান করেছেন।

উল্লেখ্য, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন