

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রবন্ধ উপস্থাপন, স্মরণসভা, স্থিরচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর মাধ্যমে তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। "
তিনি আরও বলেন, "জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমেই একজন নেতা চিরস্মরণীয় হন—বেগম খালেদা জিয়া সেই আস্থার প্রতীক।"
অনুষ্ঠানে ‘বেগম খালেদা জিয়া: জাতীয় আস্থা ও নির্ভরতার প্রতিচ্ছবি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামসুল আরেফীন বলেন, "গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংস্কার, ভ্যাট প্রবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, নারী শিক্ষা সম্প্রসারণ এবং যৌতুক ও এসিড সন্ত্রাসবিরোধী উদ্যোগে বেগম খালেদা জিয়ার অবদান অনেক।"
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম বলেন, "বেগম খালেদা জিয়াকে একজন সৎ, দেশপ্রেমিক ও ধৈর্যশীল রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্যোগে তাঁর ভূমিকার অনেক।"
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, "বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক উদ্যোগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং আজ প্রায় ১৯ হাজার শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে।"
অনুষ্ঠান উপলক্ষে শহীদ সাজিদ ভবনের নিচতলায় দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র প্রদর্শিত হয়। এছাড়া বাদ জোহর জবি কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
