শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন 

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
ইবিতে মানববন্ধন 
expand
ইবিতে মানববন্ধন 

যুক্তরাষ্ট্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ইবি শিক্ষার্থী গোলাম রব্বানী বলেন, যুক্তরাষ্ট্রে আখতার-তাসনিম ও মির্জা ফখরুল সাহেবের ওপর নেককারজনক হামলা জুলাই শক্তিরা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফল। এটি অবশ্যই জুলাই পক্ষের শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা।

মানববন্ধনে ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, উক্ত হামলার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা দেখতেছি যে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবী পক্ষের শক্তিকে নানা ভাবে হেনস্থা ও অনলাইন অফলাইনে লাঞ্ছনা শিকার হতে হয়েছে। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা না, আমার মনে করি পতিত স্বৈরাচারের সকল শক্তিদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

ইবি শিক্ষার্থী ইয়াসিরুল কবীর সৌরভ বলেন, যুক্তরাষ্ট্রে নেতৃবৃন্দের উপর হামলার থেকে শুরু করে ভিপি নূর এর উপর হামলা, সব-ই বর্তমান সরকারের ব্যার্থতা। সরকারের গণহত্যাকারীদের বিচার না করে তাদের প্রতি যে সহানুভূতি ও সুশীলতা প্রদর্শন করেছে, তার ফলস্বরূপ এই হামলাগুলো হচ্ছে। ‘আওয়ামী লীগ নেতা বলেছিলেন, সরকার পরিবর্তন ঘটলে তাদের কয়েক হাজার নেতাকর্মী মারা যাবে’ কিন্তু আমরা আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল ছিলাম যাতে মব না হয়। কিন্তু তারই সুযোগ নিয়ে গনহত্যাকারীরা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এটা নিশ্চয়ই বর্তমান সরকারের ব্যার্থতা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সােমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।

এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

এদিকে, প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা। পরবর্তীতে তাদের মধ্য থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পাশাপাশি হেনস্থার শিকার হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন