

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরস্বতী পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় স্থাপিত ৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
আরেক মণ্ডপের প্রতিনিধি বলেন, “এই ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশকে আরও শক্তিশালী করে।”অন্য এক পূজামণ্ডপ প্রতিনিধি বলেন, “উপহার প্রদানের মাধ্যমে সম্প্রীতির যে বার্তা দেওয়া হয়েছে, তা ইতিবাচকভাবে গ্রহণ করেছি।”
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে উপহার প্রদান সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করে এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখে।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে। সেই ধারাবাহিকতায় ৪০টি পূজামণ্ডপে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে, পূজামণ্ডপ প্রতিনিধিরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজামণ্ডপের এক প্রতিনিধি বলেন, ছাত্রদলের পক্ষ থেকে উপহার প্রদান আমাদের উৎসাহকে বৃদ্ধি করছে, খুবই ভালো লাগছে।
এ সময় জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার প্রদান কার্যক্রম চলাকালে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে ক্যাম্পাসকেন্দ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
মন্তব্য করুন
