শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
নান্দাইল আসনে সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
expand
নান্দাইল আসনে সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

শুক্রবার বিকেলে নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সহসভাপতি এডভোকেট ধীমান কুমার সরকার ও শাহজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও আহমেদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া শরিফ, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মতিন মীর, সাবেক প্রচার সম্পাদক আবু তাহের ভূঁইয়া, সাবেক যুগ্ম কৃষিবিষয়ক সম্পাদক নিয়াজ হোসেন, সাবেক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম শান্তি, সাবেক এনজিও বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক গোলাম মোস্তুফা এবং সাবেক যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কথা তুলে ধরে বলেন, একটি স্বাবলম্বী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের অতীতের সব মতভেদ ভুলে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। নান্দাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে হলে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

ইয়াসের খান চৌধুরী দাবি করেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একমাত্র বিএনপিই সক্ষম -এই বিশ্বাস থেকেই সাধারণ মানুষ দলটির পাশে দাঁড়িয়েছে এবং ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে মুখিয়ে রয়েছে।

নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়কবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে স্থানীয় সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X