

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্পে-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মানিকগঞ্জে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে অংশ নিচ্ছেন মোট ১২০ জন রোভার। এর মধ্যে ৭০ জন ছেলে রোভার এবং ৫০ জন গার্ল ইন রোভার। ক্যাম্প শেষের ৩য় দিনে অংশগ্রহণকারী রোভারদের দীক্ষা ও ব্যাজ প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “জকসু নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে রোভার স্কাউটদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রোভার স্কাউটের মাধ্যমে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়। মহৎ কাজে যুক্ত হওয়ার ব্রত নিয়েই রোভাররা দীক্ষা গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত মোট চারজন পিআরএস (President’s Rover Scout) অর্জন করেছেন, যা গ্রুপটির গৌরবোজ্জ্বল সাফল্যের প্রমাণ।
অনুষ্ঠানে জবি রোভার ইন-কাউন্সিল ২০২৫-২০২৬ এর সভাপতি মো: মাহবুব হাওলাদার বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে জবি রোভার স্কাউট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)–এর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, “জাতি যখন ক্রান্তিলগ্নে পড়ে, তখন রোভার স্কাউটরা ত্রাণকর্তা হিসেবে ভূমিকা পালন করে। তাদের শান্তি-শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ড সবাইকে মুগ্ধ করে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মিন্টু আলী বিশ্বাস বলেন, “তিন দিনব্যাপী এই তাঁবুবাস ক্যাম্পে রোভার স্কাউটদের প্রতিজ্ঞা ও আইন অনুসরণ করে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বকে ভালোবাসা, মানুষের সেবা করা এবং নিজেকে উন্নত করার শিক্ষা এখানে দেওয়া হয়।”
উল্লেখ্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি রোভার ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক মো: নাজমুল হাসান। এ সময় রোভার স্কাউট গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
