বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে আজহারি: শিক্ষার্থীদের দিলেন ৮ পরামর্শ

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী
expand
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামূলক সংগঠন পাঠশালার আয়োজনে ‘আধুনিক যুগে ইসলামিক জীবনধারা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

আলোচনায় ড. মিজানুর রহমান আজহারী বলেন, একজন মুসলমানের জীবন পরিচালনায় ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা অনুসরণ করা জরুরি।

তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা-এখানে আংশিক গ্রহণ বা সুবিধামতো বাছাইয়ের সুযোগ নেই।

এ সময় তিনি আধুনিক যুগে দৈনন্দিন ইসলামি বিধানসমূহ মেনে জীবনযাপনের জন্য শিক্ষার্থীদের মোট ৮টি পরামর্শ দেন।

সেগুলো হলো- সকল হারামকে ‘না’ বলা, প্রোডাকটিভ দিন শুরুর জন্য ফজরের পর না ঘুমানো, ফিতরাতে অটল থাকা, সব ক্ষেত্রে শালীনতা অবলম্বন করা, সর্বাবস্থায় আশাবাদী থাকা, কোনো বিষয়ে অভিযোগকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কোনো কাজে নিজের সর্বোচ্চ চেষ্টা করা ও আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা এবং সর্বোপরি একজন মুসলিম হিসেবে গোটা মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণে ভূমিকা রাখা ও সে অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ করা।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি জীবনদর্শন মানুষকে সঠিক পথ দেখায়।

আলোচনায় তিনি হালাল ও হারামের ধারণা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, শালীনতা, ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং উম্মাহর প্রতি দায়িত্বশীলতার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষাসহ তিনটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠশালার এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অনুষ্ঠিত হবে-এটাই প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নেতৃবৃন্দ।

অডিটোরিয়ামের ধারণক্ষমতার তুলনায় উপস্থিতির সংখ্যা বেশি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যাতে বাইরে থাকা অংশগ্রহণকারীরাও সেমিনারটি উপভোগ করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X