বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।

আগামী শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি (লাইফটেক–২০২৬)’ এ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও লাইফটেক–২০২৬ কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি জানান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এটিই যবিপ্রবির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। কনফারেন্সটি দুদিন ব্যাপী ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মোঃ নাসরুল্লাহ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আউয়াল। কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও অধ্যাপকবৃন্দও অংশগ্রহণ করবেন।

কনফারেন্সের প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, কনফারেন্স সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১৩টি সাব-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, কনফারেন্সে মোট ২৫০ জন দেশি ও বিদেশি শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ ছাড়া ১২০টি বৈজ্ঞানিক গবেষণা পোস্টার জমা পড়েছে, যা আটটি ওরাল সেগমেন্টে ভাগ করে উপস্থাপন করা হবে। পোস্টার প্রেজেন্টেশন শেষে সেরা গবেষণাগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X