সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
উপাচার্য  বরাবর স্মারকলিপি দিচ্ছে শিক্ষার্থীরা।
expand
উপাচার্য  বরাবর স্মারকলিপি দিচ্ছে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করার দাবিতে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দিয়েছে একদল ঢাবি শিক্ষার্থী।

এ সময় উপাচার্য ড. নিয়াজ বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিট করা হয়েছে, বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার বিষয়টি আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো হলো.........

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে। ২) শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে।

এ ব্যাপারে আবারো কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত আসলে কঠোর আন্দোলন এর হুশিয়ারি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবিচারপূর্ণ কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে।

তাঁদের মূল দাবি ছিল- শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা।

এতে বলা হয়, এই আন্দোলনের পরেও ঢাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে অযৌক্তিক পোষ্যকোটা পুনর্বহাল রাখা হয়েছে। এতে শুধু শিক্ষক নয়, কর্মকর্তা/কর্মচারীদের ছেলে-মেয়ে, এমনকি স্বামী-স্ত্রীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে।

একই সাথে শিক্ষার্থীরা, এই কোটা ব্যবস্থা কে সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান এর মূল উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X