শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উপ-উপাচার্যের ওপর “বর্বরোচিত হামলার” সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়
expand
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়

গত ২০ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সংঘটিত “বর্বরোচিত হামলা”-র ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, “আপনারা জানেন, ২০ তারিখ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছে।

গতকালকের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পক্ষ হয়ে প্রতিবাদ জানিয়েছে।

এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই—এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাময়িক বহিষ্কার করতে হবে। আমাদের দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।”

কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন বলেন, “২০ তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ছাত্র হয়ে শিক্ষকের গায়ে হাত তোলা মহা অপরাধ, যা পৃথিবীর ইতিহাসে বিরল।

আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, কিন্তু তা হয়নি। এখান থেকে আমরা জোর দাবি জানাচ্ছি—তিন দিনের মধ্যে ঘটনার দ্রুত বিচার করতে হবে।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে কয়েক সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন