

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক অগ্রগতি ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণার্থে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সাস্ট চ্যাপ্টার কর্তৃক উত্থাপিত ১২ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সরওয়ারউদ্দিন চৌধুরী।
বুধবার (৭ জানুয়ারি) ইউটিএল সাস্ট চ্যাপ্টারের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
গত ১৫ ডিসেম্বর উপাচার্য মহোদয় ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় সংগঠনটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বরাবর ১২ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছিল। উপাচার্য মহোদয় কর্মস্থলে যোগদানের পর নেতৃবৃন্দ উক্ত দাবিগুলোর অগ্রগতির বিষয়ে সরাসরি তাঁর সাথে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপাচার্য ইউটিএল-এর যৌক্তিক দাবিগুলোর সাথে একমত পোষণ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক মানোন্নয়নে এই দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি দ্রুত এগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
ইউটিএল-এর পক্ষ থেকে উত্থাপিত ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— ভর্তি পরীক্ষা কমিটি গঠনে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, ওবিই (OBE) কারিকুলামের অতিরিক্ত কাজের সম্মানী বৃদ্ধি, নতুন শিক্ষকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ডরমেটরি বরাদ্দ, কনিষ্ঠ শিক্ষকদের থিসিস সুপারভিশনের সুযোগ প্রদান, বাস ট্র্যাকিং অ্যাপ চালু, মোবাইল ভাতা প্রদান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রোড সংস্কার ও প্রশস্তকরণসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী বান্ধব সুযোগ-সুবিধা।
ইউটিএল সাস্ট চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ প্রতিনিধি দলের অন্যান্য নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নে মাননীয় উপাচার্যের প্রতি বিশেষ অনুরোধ জানান। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই ইতিবাচক মনোভাব বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশকে আরও গতিশীল করবে।
মন্তব্য করুন
